সব শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চান শিক্ষামন্ত্রী
Published : Saturday, 15 October, 2022 at 12:00 AM
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিতর্ক চর্চার দীর্ঘ দিনের একটা ঐতিহ্য রয়েছে। আমরা আমাদের স্কুল, মাদ্রাসা ও কারিগরিসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়েও এর চর্চা শুরু করতে চাই। যেখানে বিতর্ক চর্চা নেই সেখানে শুরু করতে চাই। আর যেখানে আছে সেখানে আরও ভালো করতে চাই।’
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজে একটি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তার মানুষ হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, প্রযুক্তি বান্ধব নয়া প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায়। সবচেয়ে বড় কথা, তাদের পরম সহিষ্ণু হতে শেখায়।’
এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ, ড. আব্দুল নূর তুষার. চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ অসিত বরন দাস, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান প্রমুখ।
এর আগে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব-২০২২ উদ্বোধন উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করেন ডা. দীপু মনি।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর বাবা এম এ ওয়াদুদের নামে চাঁদপুরের বিতর্ক সংগঠন চাঁদপুর ডিবেট মুভমেন্টের আয়োজনে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২’। গতকাল শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতা চলবে আগামীকাল পর্যন্ত।
২৫০ মণ জেলি পুশকৃত চিংড়ি জব্দ
রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যাত্রীবাহী পাঁচটি বাস থেকে বিষাক্ত জেলি পুশকৃত ২৫০ মণ চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা এসব চিংড়ি পরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে বিশেষ অভিযান চালায় পাগলা স্টেশন কোস্টগার্ড। পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী পাঁচটি বাস তল্লাশি চালিয়ে বিষাক্ত জেলি পুশকৃত প্রায় ১০ হাজার কেজি (২৫০ মণ) চিংড়ি জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আরও বলেন, জব্দ করা চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।