ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
Published : Saturday, 15 October, 2022 at 4:26 PM, Update: 15.10.2022 4:29:29 PM
কুমিল্লায় ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা  কুমিল্লার রাজগঞ্জ বাজারে অ‌তি‌রিক্ত দা‌মে পেঁয়াজ বি‌ক্রি ও মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায়  ৪ দোকানী‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর,কুমিল্লা।

  ১৫ অ‌ক্টোবর শনিবার  জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে  এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম। তিনি বলেন- কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার ডিম ও পেঁয়াজসহ নিত‌্যপণ্যের দোকা‌নে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় মূল‌্য তা‌লিকা না রে‌খে অ‌তি‌রিক্ত দা‌মে পেঁয়াজ বি‌ক্রি করায় হারুণ স্টোর‌কে ৩ হাজার টাকা, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না ক‌রে ই‌চ্ছেমত দা‌মে ডিম বি‌ক্রি করায় ফয়সা‌লের ডি‌মের আড়তকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় তাকওয়া এন্ট‌ারপ্রাইজ‌কে ২ হাজার টাকা এবং  মিজান স্টোর‌কে ২ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যান‌্য দোকানী‌কে সতর্ক করা হয়।

এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম এবং রাজগঞ্জ বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।