Published : Sunday, 16 October, 2022 at 12:00 AM, Update: 16.10.2022 12:56:20 AM

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামে দূর্বৃত্তদের দেয়া আগুনে একটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক নুরুল ইসলাম পাটোয়ারীর ভাই প্রবাসী মিজানুর রহমান।
জানা গেছে, পাঁচরা গ্রামের মৃত ছেরু মিয়ার পুত্র নুরুল ইসলাম পাটোয়ারী প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তাঁর মুদি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক দুইটার দিকে কে বা কারা দোকানে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য ঘরগুলোকে রক্ষা করে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিলিভ ডিফেন্সের ইনচার্জ দিদারুল আলম বলেন, ‘খবর পেযে আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি’।