গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে চট্টগ্রাম উপ-বিভাগীয় চ্যাম্পিয়ন বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়
Published : Monday, 17 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লা জিলা স্কুল মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চট্টগ্রাম উপ বিভাগীয় ফুটবল খেলা গত শনিবার ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় বনাম লক্ষ্ণীপুর জেলা চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করেন। এতে
চ্ট্টগ্রাম উপ- বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বুড়িচং উপজেলার খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়। খেলায় ২-০ গোলে লক্ষীপুর জেলাকে পরাজিত করেছে।এই জয়ে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার বলেন এই জয় আমার একার নয় পুরো কুমিল্লাবাসীর জয়।
চ্যাম্পিয়ন হওয়ায় খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড় ও শিক্ষকদের অভিনন্দন জানায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন,বিদ্যালয়ের সভাপতি ডাঃ আবদুল লতিফ, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড.রেজাউল করিম খোকন,ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, ষোলনল ইউনিয়ন চেয়ারম্যান যুবলীগ নেতা হাজী বিল্লাল হোসেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল খালেক চেয়ারম্যানের সন্তান বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি যুবলীগ নেতা জসীম উদ্দিন বলেন আমাদের স্কুলের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে এটা অত্যন্ত আশার কথা। এসময় বুড়িচং উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কামরুজ্জামান মিঠু সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।