Published : Monday, 17 October, 2022 at 12:00 AM, Update: 17.10.2022 12:03:12 AM

প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী রবিউল আলম সোহেল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার
১৬ অক্টোবর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পেরুল দক্ষিণ
ইউনিয়নের সমীষপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল
আলম ওরফে সোহেল ওই ইউনিয়নের সমীষপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার
বিরুদ্ধে একধিক প্রতারণা মামলা ও মানুষকে জিম্মি সহ বিভিন্ন অপরাধ করে
অসছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
লালমাই থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ আইউব বলেন জানান, এস আই জীবন রায় চৌধুরীর নেতৃত্বে প্রতারক সোহেল
ও তার স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিরুদ্ধে একাধিক মামলা
ও ওয়ারেন্টের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে
পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।