ভুয়া এনআইডি ও জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার ২
Published : Tuesday, 18 October, 2022 at 12:00 AM
রাজধানীর পল্টনে জাল সার্টিফিকেট এবং ভুয়া জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) তৈরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব-৩)। রবিবার (১৬ অক্টোবর) পল্টন থানা এলাকার মজিদ এনটারপ্রাইজ নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. আব্দুল মজিদ (২৫) এবং তার সহযোগী মো. মাসুম (২৭)। এ সময় একটি জাল সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস এবং একটি প্রিন্টার জব্দ করা হয়।
সোমবার (১৭ অক্টোবর) র্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ জনগণের সরলতার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড তৈরি ও সরবরাহ করে আসছিল। বিষয়টি তারা স্বীকার করেছে।
র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাব-৩-এর অভিযান অব্যাহত থাকবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।