ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে হবে’
Published : Tuesday, 18 October, 2022 at 12:00 AM, Update: 18.10.2022 12:46:44 AM
‘ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে হবে’নিজস্ব প্রতিবেদক: স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায়... এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (প্রশিক্ষন) ও কুমিল্লা লালমাই ট্রেনিং সেন্টার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন কলেজ সভাপতি শাহ্ মো. আলমগীর খান। অনুষ্ঠানের বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন- শুধু মাত্র বই পড়ে স্বার্থপর মানুষ হলে চলবে না মানবীয় গুণাবলীর মানুষ হতে হবে। অনেক বড় স্বপ্ন দেখতে হবে, তাহলে বড় সফলতা পাওয়া যাবে।
নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক ফয়েজুল হাসান বাবু এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরীক্ষা কমিটির প্রধান ও ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রভাষক মো. হাসান ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন পর্দাথবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়া মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আদনান ছাত্তার মজুমদার, মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তার, নিশাত মাহমুদ, মো. জাবেদ হোসেন, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম, আয়েশা আক্তার। দ্বিতীয় সেমিষ্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করে ফারহানা ইসলাম তিশা, দ্বিতীয় স্থান অধিকার করে লামিয়া আক্তার মিথিলা, তৃতীয় স্থান অধিকার করে ফারজানা আক্তার অন্যন্যা, ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকার করে মেহেদী হাসান, দ্বিতীয় স্থান অধিকার করে মো. তানভীর চৌধুরী, তৃতীয় স্থান অধিকার করে নাজিম উদ্দিন, মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করে সাদিয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করে ফাহমিদা ইয়াসমিন ফিহা, তৃতীয় স্থান অধিকার করে ইকরামুল হক । তিন বিভাগের নয়জন শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে বই দেওয়া হয়।