নিরাপত্তাজনিত কারণে রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণে বিরত থাকার নির্দেশ
Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM
নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণ স্থগিত করা হয়েছে। দুই উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সোমবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।
পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কেন জানতে চাইলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম চৌধুরী বলেন, নিরাপত্তাজনিত সমস্যার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কয়েকদিন ধরে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন এবং ওই ইউনিয়নসংলগ্ন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলছে। ওই অভিযানের স্বার্থে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ আপাতত স্থগিত করা হয়েছে।
জানতে চাইলে সিটিটিসি’র প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা সাবেক শিক্ষক শামিন মাহফুজ। তাকে গ্রেফতারে বেশ কয়েকদিন ধরেই চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করলে নতুন এই জঙ্গি সংগঠনে কারা যুক্ত রয়েছেন এবং কারা অর্থ জোগান দিচ্ছে- এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।