ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা
Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।। জাতির জনক শেখ মজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম শুভ জন্ম দিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ অক্টোবর উপজেলা প্রসাশনের আয়োজনে শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” শীর্ষক আলোচনা, সকাল সারে ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
 এছাড়া সকালে শহীদমিনার চত্বরে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রসাশন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সঞ্চালনায় ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউসার হামিদ, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ ১০ বছর বয়সী শেখ রাসেলসহ সপরিবারের নির্মম হত্যার করুণ ইতিহাস তুলে ধরেন।
 সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্যে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন, ব্রাহ্মণপাড়া পল্লিবিদ্যুৎ সমিতির ডি জি এম মোস্তাফিজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, নুরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ,সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মাধপপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল মামুন, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভগবান স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ, মানস কুমার রায়, সাংবাদিকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ।