ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ প্রশাসন
Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সারে ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা মিলনায়তনে সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউসার হামিদ, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্যে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, ব্রাহ্মণপাড়া পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ,সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মাধপপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল মামুন, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, ভগবান স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ, বি আর ডিবির চেয়ারম্যান আবদুস সামাদ, সাংবাদিক বৃন্দ, আনসার ও ভিডিপি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য বৃন্দ।
মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা বতর্মানে ভালো আছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রসাশনের তৎপরতায় জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিটি ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করে মাদককে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার দৃড় প্রতিজ্ঞ ব্যক্ত করেন উপজেলা প্রসাশন।
এছাড়া ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, মাদক, চুরি, ভুক্তা অধিকার, সরকারী খাল দখল, আইনশৃঙ্খলা অবনতি ঘটে এমন সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।