কুমিল্লার চান্দিনায় জাতির জনকের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর শুভ জন্মদিনে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কোমলমতি শিশুদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর আগে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে শেখ রাসেল প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও প্রশাসন, থানা প্রশাসন, পৌর পরিষদ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এসময় তিনি বলেন- সব সন্তানই মা-বাবার কাছে প্রিয়। তবে জাতির জনকের পাঁচ সন্তানের মধ্যে শেখ রাসেল ছিলেন খুবই স্নেহের। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক ব্রিটিশ দার্শনিক অহিংসাবাদী সমাজসেবক সর্বকালের সর্ব শ্রেষ্ঠ চিন্তাবিদ ‘বার্টান্ড রাসেল’ এর নামানুসারে নিজের কনিষ্ঠ সন্তানের নাম রেখেছিলেন ‘শেখ রাসেল’। আর শেখ রাসেল যে স্কুলে লেখাপড়া করতেন সেই স্কুলের শিক্ষকদের তথ্যানুসারে শেখ রাসেল ছিলেন অত্যন্ত মেধাবী। ’৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের কলঙ্কময় রাতে ঘাকতরা ১০ বছরের শিশু রাসেলকেও হত্যা করতে দ্বিধা করেনি।
তিনি উপস্থিত শিশুদের উদ্দেশ্য করে বলেন, শেখ রাসেল অনন্ত কাল বেঁচে থাকবেন তোমাদের মতো শিশুদের মাঝে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউসার, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল , উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
পরে শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্গন-রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।