ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল পাচারকালে দুজন গ্রেফতার
Published : Thursday, 20 October, 2022 at 12:00 AM
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চালসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ধুন্দার দারোগাপাড়ার চাল ব্যবসায়ী আল-আমিন (৩২) ও গাড়িচালক নন্দীগ্রাম পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আল-আমিন খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৪০ বস্তা চাল কালোবাজার ক্রয় করেন। সকালে বস্তাগুলো গাড়িতে তুলে ধুন্দার বাজার দিয়ে পাচার করছিলেন। ধুন্দার এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা গাড়িটি থামান। এরপর গাড়িতে থাকা ৪০ বস্তা চালসহ আল-আমিন ও চালক শহিদুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ চাল জব্দ করে দুই জনকে থানায় নিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ইউপি সদস্য আমিনুল ইসলাম বাদী হয়ে দুই জনের নামে মামলা করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।