চান্দিনায় শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান
Published : Thursday, 20 October, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭জন এবং মাদ্রাসা পর্যায়ের ৫০জন অবসরপ্রাপ্ত ওই শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নিজস্ব অর্থায়নে শিক্ষকদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যানামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, ‘শিক্ষক’ শব্দটি আমার কাছে খুবই শ্রদ্ধেয়। আমি নির্বাচিত হওয়ার পর থেকে ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের যথাযথ সম্মান করার চেষ্টা করছি। শিক্ষকগণ যথাযথ সম্মান পেলেই সবচেয়ে বেশি খুশি হন এবং আমিও এই আয়োজনে করে তৃপ্ত হই। আর শিক্ষকরাও আমার ডাকে সাড়া দিয়ে কষ্ট করে ছুটে আসছেন। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব এএইচএম আবুল কাশেম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, জেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রাকিবুল ইসলাম, আনোয়ার হোসেন, সুভাষ চন্দ্র, মোস্তফা কামাল প্রমুখ।