ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
ইসমাইল নয়ন
Published : Thursday, 20 October, 2022 at 7:08 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মা-বাবার সাথে অভিমান করে ফারজানা আক্তার মিম (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। ২০ অক্টোবর সকালে তার  থাকার কক্ষে গলায় ফাঁস দিয়ে সিলিং ফেনের সাথে এ আত্মহত্যা করে। ফারজানা আক্তার মিম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বর্তমান মেম্বার মোঃ আল মামুনের মেয়ে।
 ব্রাহ্মণপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায় ফারজানা আক্তার মিম বাবা-মায়ের সাথে অভিমান করে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কোন এক সময় সবার অজান্তে তার নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই শফিক উল্লাহার নেতৃত্বে পুলিশের একটি দল ফারজানা আক্তার মিমকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা মর্গে নিয়ে আসে।
এব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করে বলেন, ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।