ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জয়ে ফিরল ইউনাইটেড
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM
চলতি মৌসুমটা খুব ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক হার ও ড্রয়ে পয়েন্ট টেবিলে সুবিধানজনক প্রায় তলানীতে অবস্থান করছে দলটি। টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে আবার জয়ে ফিরল এরিক টেন হাগের শিষ্যরা। ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। ফ্রেদ দলকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেস।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড শুরু থেকেই চাপে রাখে টটেনহ্যামকে। বিরতির পর দুই মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে নেন ফ্রেদ। জ্যাডন সাঞ্চোর অ্যাসিস্টে সুন্দর এক শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
ম্যাচের ৬৯ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে ফ্রেদের শট টটেনহ্যামের এরিক ডায়ারের পায়ে লেগে ব্যর্থ হওয়ার পর চমৎকার শটে জালে পাঠান ফার্নান্দেস।
১০ ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম।