রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM
রাজধানীর হাতিরঝিল ও ভাটারা থানা এলাকা থেকে পৃথক ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন– নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহান লাব্বি সুফল (২৩) ও মোসা. আসমা (২৫)।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ময়নাতদন্ত সম্পন্ন হবে জানিয়েছে হাসপাতাল মর্গ সূত্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন হোসেন জানান, আসমা নয়া টোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী হারুন অর রশিদ নিউমার্কেটে ব্যবসা করেন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের কারণে তিন মাস ধরে তার স্বামী অন্য জায়গায় থাকেন। হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে, ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউল আজম ভূঁইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে বুধবার ভোরে এভারকেয়ার হসপিটালের জরুরি বিভাগ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহানের মরদেহ উদ্ধার করা হয়?। আইনি প্রক্রিয়া শেষে ওই দিন সন্ধ্যায় লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে ফারহানকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তবে কী কারণে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ভাটারা থানার সাঈদনগর সোসাইটিতে পরিবারের সঙ্গে থাকতেন ফারহান। তার বাবার নাম জয়নাল আবেদিন।