ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আখাউড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM
মাদক নিয়ে জিরো টলারেন্স নীতির সমর্থনের জোরালো আহবান-------
জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ||
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে মাদক নিয়ে জিরো টলারেন্স নীতির সমর্থনের জোরালো আহবান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আখাউড়া বিওপি'র সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১০টায় বিএসএফ গোকুলনগর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি রাজেস সিং কনওয়ারের নেতৃত্বে ভারতের সাত সদস্যের দলকে নো-ম্যানসল্যান্ডে স্বাগত জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কুমিল্লা সেক্টর সদর দপ্তর এর সেক্টর কমান্ডার কর্ণেল মো. মারুফুল আবেদীন।
সভায় দু'দেশের সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূণ্যরেখা অতিক্রম নিয়ে আলোচনা হয়। তাছাড়া মাদক পাচার প্রতিরোধে জিরো টলারেন্স নীতির সমর্থনে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন নেশা জাতীয় দ্রব?্য বাংলাদেশের প্রবেশ বন্ধ করার ব?্যাপারে বিএসএফকে প্রয়োজনীয় ব?্যবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়।