Published : Friday, 21 October, 2022 at 12:00 AM, Update: 21.10.2022 12:49:33 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আহাদ নামের দুই বছর বয়েসী এক শিশুর মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর ) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ
তেঁতাভূমি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আহাদ ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
স্বজনদের
সূত্রে জানা যায়, আহাদ বাড়ির উঠোনে খেলছিল। একসময় সকলের অগোচরে বাড়ির
পাশের পুকুরের পানিতে পড়ে যায় আহাদ। তার পরিবারের লোকজন তাকে অনেক
খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের পুকুরে খোঁজ করলে তাকে অচেতন অবস্থায় পাওয়া
যায়। এসময় শিশু আহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে
স্বজনরা।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক
ডা. মোঃ তারেকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিশু আহাদের মৃত্যুতে স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।