ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি, ২০ হাজার টাকা জরিমানা
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM, Update: 21.10.2022 12:49:37 AM
অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি, ২০ হাজার টাকা জরিমানাগতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ক্ষতিকারক রং ব্যবহার করে মিষ্টি প্রস্তুত এবং অস্বাস্থ্যকরভাবে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরির অভিযোগে মেসার্স বৈশাখী ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২০ কেজি পোড়া তেল এবং ৩ কৌটা অনুমোদনহীন রং জব্দ করে ধ্বংস করা হয়। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।