ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একটি বিবৃতিতে ইউক্রেনে বসবাসরত সকল ইরানি নাগরিককে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। তাছাড়া নতুন করে ইউক্রেনে না যেতে বলেছে তারা।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ‘সামরিক দ্বন্দ্ব ও অস্থিরতা বৃদ্ধির কারণে’ তারা এ আহ্বান জানিয়েছে।
এ ব্যাপারে বিবৃতিতে তারা বলেছে, ইউক্রেনে সামরিক দ্বন্দ্ব বৃদ্ধি এবং অস্থিরতা বাড়ায়, ইরানি নাগরিকদের ইউক্রেন ভ্রমণে না যেতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে, জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য ইউক্রেনে বসবাসরত সকল ইরানি নাগরিককে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগের মধ্যেই ইরান তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানাল।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ানদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দিতে ক্রিমিয়ায় এসেছে ইরানের কর্মকর্তারা। তারা প্রশিক্ষণ দিচ্ছে আর অন্যদিকে ইউক্রেনে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে এসব ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ানরা।
সূত্র: সিএনএন