ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো শিক্ষিকার
Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM
পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে আনোয়ারা খানম আনু (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
ওই শিক্ষিকা তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজার এলাকার জহির রায়হানের স্ত্রী। তিনি শালবাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা স্বামীর মোটরসাইকেল যোগে দিনাজপুর যাচ্ছিলেন। তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর ডিগ্রি কলেজের সামনে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের পেছনে বসা আনু সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোটরসাইকেল থেকে পড়ে এক মাদ্রাসা শিক্ষিকা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।