ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাড়িচালক লিটন খুনের ঘটনায় মামলা, ঘাতক পলিন এখনো পলাতক
Published : Friday, 21 October, 2022 at 9:04 PM
গাড়িচালক লিটন খুনের ঘটনায় মামলা, ঘাতক পলিন এখনো পলাতককুমিল্লায় গাড়িচালক লিটন হত্যায় অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় কোতয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে লিটনের ভাই শাহজাহান। কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান- পলিনকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত লিটন নগরীর গয়াম বাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। পলিন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়- বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা প্রেসক্লাব সংলগ্ন রেন্ট-এ কার স্ট্যান্ডে পলিন ও লিটন নামে দুই গাড়ি চালকের মধ্যে ভাড়া নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এর এক পর্যায়ে পলিন একটি ইট দিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লিটনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৮টায় তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে পলিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পরিবার সূত্রে জানা গেছে- শুক্রবার দুপুরে জুমার নামায শেষে নগরীর গয়াম বাগিচায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লিটনের পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।