Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM, Update: 22.10.2022 12:25:01 AM

দেশে
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। তবে এই সময়ে
নতুন করে ভাইরাসটিতে আরও ২১৬ জন সংক্রমিত শনাক্ত হয়েছেন। এর আগে গতকাল
শনাক্ত ছিল ২৪৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪১১ জন এবং শনাক্ত
২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জন।
শুক্রবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৬৬৫টি,
অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮০টি। এখন পর্যন্ত ১
কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতরের তথ্য
অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৭
শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত
বিবেচনায় সুস্থতার ৯৭ দশমিক ২০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন।