Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM, Update: 22.10.2022 12:25:30 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামে মোঃ কাশেম (২৭) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ তার লাশ উদ্ধার করে।
সে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা (বেড়ী বাধের উপর) গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। পেশায় সে দিনমজুর ছিলেন।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে পুলিশি তদন্ত চলছে। লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরন করা হয়েছে।