ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে আগুনে পুড়ে ছাই চার ঘর
Published : Sunday, 23 October, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের নুরুল ইসলামের ঘরে বিদ্যুতের শটসার্কিটের ফলে আগুনের সূত্র পাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে চারটি ভাড়াটিয়ার চার ঘর নগদ টাকা  মালামাল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সরকার একটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া মনির হোসেন ও তানিয়া আক্তার জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টায় প্রথমে রফিকুল ইসলাম মাষ্টার এর রুম থেকে বিদ্যুৎ শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্র ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলাম মাষ্টারের একটি, নাঈম উদ্দিনের একটি, এক বাদাম বিক্রেতাসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাদাম বিক্রেতার নগদ সাড়ে ৯ হাজার টাকা, কাঁচা বাদাম ৩২ হাজার টাকা, মালামাল, রফিকুল ইসলাম মাষ্টারের নগদ ৫ হাজার টাকা, বইপত্র, আসবাব পত্র বিভিন্ন  মালামাল বইপত্র  পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে যায়।  অপর দিকে নাঈম উদ্দিন এর নগদ ৩ হাজার টাকা বিভিন্ন মালামাল সহ দেড় লক্ষাধিক টাকা। বাদাম বিক্রেতার প্রায় মালামালসহ ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সর্বমোট ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সরকার একটি দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ ছামিউল ইসলাম ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেন। অপরদিকে ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।