আজ থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শুরুতেই টস পর্বে । টসে জিতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন এই অজি অধিনায়ক।
এই ম্যাচে দুই দলই নিজেদের সেরা দল নিয়ে মাঠে নেমেছে। টি-টোয়েন্টিতে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে নিউজিল্যান্ড আর দুটি জিতেছে অস্ট্রেলিয়া।
মুখোমুখি লড়াইয়ে সবশেষ পাঁচ ম্যাচে আবার তিন জয় অস্ট্রেলিয়ার অপরদিকে দুটি জয় আছে নিউজিল্যান্ডের।
দুই দলের একাদশ
নিউজিল্যান্ড
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধী, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।