বুড়িচং পূর্নমতি হাকিলালী শাহ-এর স্মরণে বার্ষিক ওরশ
Published : Sunday, 23 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
বৃহস্পতিবার দিবাগত রাতব্যাপি কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের পূর্নমতি হাকিমালীর শাহর পুরাতন বাড়িতে তার স্মরণে মোজাম্মেল হক আক্কেল আলীর উঠানে বার্ষিক ওরশ মোবারক মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ওই বংশের এবং এলাকার প্রয়াত সকল মুসলমান নর-নারী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পূর্ণমতি কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন মুজাহিদীন।
বার্ষিক ওরশ মোবারক মিলাদ মাহফিল দোয়ায় সার্বিক দায়িত্বে ছিলেন পরিচালনা কমিটির মোঃ সজিব হোসেন।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ।
সভাপতিত্ব করেন মোঃ শাহজাহান অবঃ পুলিশ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন, ইকবাল হোসেন সুমন, প্রভাষক ইসরাফিল, কামরুল হাসান, যুবলীগ নেতা টিটু, গিয়াস উদ্দিন,ডা. শাহীন কাদির, জহিরুল ইসলাম জহির, ডালিম, ব্যবসায়ী শরীফুল ইসলাম প্রমুখ।