বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী সভাবেশ
Published : Sunday, 23 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহহী ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল ২০ অক্টোবর শিক্ষার সার্বিক মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ উক্ত বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি কাজী আঃ ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশবার (ভূমি) ছামিউল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম. এ. মতিন এমবিএ। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসাইন মিঠু, উপজেলা মাধয়মিক শিক্ষা অফিসার আঃ মান্নান, বুড়িচং থানার ওসি মারুফ রহমান, সোনার বাংলা কলেজের অধ্যাপক মাসুদ পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক আবদুল অদুদ খন্দকারসহ অভিভাবক সদস্য ও সকল শিক্ষকগণ এবং এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ তাদের বক্তব্যে শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।