Published : Sunday, 23 October, 2022 at 12:00 AM, Update: 23.10.2022 12:21:05 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে শনিবার (২২ অক্টোবর) আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় মোঃ মনির হোসেন (৩৫) ও সোহেল রানা নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ বাজারের বড়ধুশিয়া-শশীদল সড়কের উপর হতে অজ্ঞাতনামা আসামির ফেলে যাওয়া ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও এসআই মোহাম্মদ সৌরভ ও এসআই শফিক উল্লাহ পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় উপজেলার মালাপাড়া ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোঃ মনির হোসেন (৩৫) ও শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার মোঃ জহিরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, "আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"