ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ের বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Published : Sunday, 23 October, 2022 at 12:00 AM, Update: 23.10.2022 12:21:26 AM
লালমাইয়ের বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতপ্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর ) নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। বার্ষিক সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রায়হান সরওয়ার রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সফিউল্লাহ ছফু, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.দেলোয়ার হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সফিকুর রহমান,আজিজুল হক মোল্লা, হারুনর রশীদ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার,লালমাই প্রেস ক্লাবের সদস্য সচিব রেদোয়ানুর রহমান সুমন, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি প্রবাসী ব্যবসায়ী ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্টো, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ওহাব সেলিম, সাধারণ সম্পাদক শরীফউল্লাহ নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল শাহিন, মাছুম বিল্লাহ, শিমুল বড়ুয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মঈনুল হাসান প্রমুখ।
বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভোটির মাধ্যমে ৩১ ভোট পেয়ে সভাপতি হিসেবে রায়হান সরওয়ার রিফাত ও ৩১ ভোট পেয়ে সালেহ আহমেদ ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী দশ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান উপজেলা কমিটি।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।