ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে গাছ ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ
আলমগীর হোসেন
Published : Monday, 24 October, 2022 at 11:27 PM, Update: 24.10.2022 11:31:07 PM
দাউদকান্দিতে গাছ ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে গাছ ভেঙে  যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি ও তীব্র বাতাসে 
মহাসড়কের ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা  বৃষ্টিতে ভিজে ভেঙে পড়া গাছগুলো কেটে সড়াতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, প্রচন্ড ঝড় ও তীব্র বাতাসের মধ্যেও পুলিশ মহাসড়ক থেকে ভেঙে পড়া গাছগুলো সড়াতে চেষ্টা করছে। আশা করছি দ্রুত সময়ে যান চলাচল শুরু হবে।