দাবা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ হাইস্কুল
Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM, Update: 26.10.2022 2:49:07 PM

নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশের সবচেয়ে বড় স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতায়
কুমিল্লা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ হাই
স্কুল। দুই দিন ব্যাপী কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়াম মিলনায়তনে
জেলার ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান বা দল দাবা প্রতিযোগীতায় অংশগ্রহন করে।
সেখানে ৮টি দল চ্যাম্পিয়ন হয় এবং বিভাগীয় পর্যায়ে খেলার জন্য অনুমতি পায়।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও মার্কস এ্যাক্টিভ স্কুলের পৃষ্ঠপোষকতায়
বাংলাদেশের ৬৪ জেলার স্কুল সমূহের অংশগ্রহণে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ স্কুল
ভিত্তিক দাবা প্রতিযোগিতা মার্কস এ্যাক্টিভ স্কুল চেজ চ্যাম্প। গত ১৯ আগষ্ট
থেকে সারাদেশের বিভিন্ন জেলায় এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। গত ২৪ অক্টোবর
দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলে জেলা প্রশাসক কামরুল ইসলাম ও
পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল
আহসান ফারুক রোমেন। খেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা হল মাহমুদুল ইসলাম
সিয়াম(৯ম শ্রেণী ) অধিনায়ক, মো: মামনুন রহমান (৬ষ্ঠ ), রানা আহমেদ পারভেজ
(৯ম), ইশান চন্দ্র ঘোশ (৬ষ্ঠ) নিজামুল ইসলাম সিফাত (৬ষ্ঠ), বিভোর দাশ কাব্য
(৬ষ্ঠ)। প্রতিযোগীতায় সেরা খেলোয়ার নির্বাচিত হন শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ
হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কাউছার ইসলাম সিজান। অত্র স্কুলের
শিক্ষার্থীদের সার্বিক তত্ত্ববধানে ছিলেন সহকারি শিক্ষক ফখরুল ইসলাম ও
রাবেয়া আক্তার।