Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM, Update: 26.10.2022 12:40:49 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় বাসের ভিতরে এসি লাইনের নিচে লুকানো অবস্থায় ৩৮৩৯
পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ২৪ অক্টোবর,সোমবার সকালে
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী পাড়া গ্রামের মোঃ শাহ আলম এর ছেলে মোঃ মাহবুব আলম (২৮)।
র্যাব
জানায়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অভিনব কায়দা অবলম্বনস্বরূপ
ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পরিবহনের কাজে কক্সবাজারের বিভিন্ন বিলাসবহুল
এসি বাস ব্যবহার করত। এছাড়াও বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে মাদকদ্রব্যের
প্রাচুর্যতা ও সহজলভ্য হওয়ায় সেখান থেকে কমদামে ক্রয় করে তা কুমিল্লা ও
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করত বলে স্বীকার করে। এ
বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে
র্যাবের অভিযান অব্যাহত থাকবে।