ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৭০ পুলিশ, আইসিইউতে ১৫
Published : Wednesday, 26 October, 2022 at 7:17 PM
ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৭০ পুলিশ, আইসিইউতে ১৫পুলিশকে বলা হয় জনগণের সেবক, মানুষের জানমালের হেফাজতকারী। রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা বিধানে এ বাহিনীর রয়েছে অগ্রণী ভূমিকা। আইনশৃঙ্খলা রক্ষাসহ জাতীয় যে কোনো সংকট মোকাবিলায় তারাই থাকেন সামনের কাতারে। মধ্যরাতে সাধারণ মানুষ যখন মশারি টানিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, তখনো জননিরাপত্তায় নির্ঘুম রাত কাটে পুলিশ সদস্যদের। বছরজুড়ে শত ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে পথে পথে টহলে থাকেন তারা। বিরামহীনভাবে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় পুলিশ সদস্যদের নানা রোগে-শোকে আক্রান্ত হওয়ার সংখ্যাও কম নয়। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকা এ বাহিনীর ত্যাগ ছিল উদাহরণতুল্য।

এখন সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে। এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে প্রতিদিন রেকর্ড ভাঙছে সংক্রমণ। সাধারণ মানুষের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে পুলিশ সদস্যদের মাঝেও। প্রতিদিন জ্বর নিয়ে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসছেন পুলিশ সদস্যরা। নমুনা পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলেই ভর্তি হচ্ছেন হাসপাতালে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৭০ পুলিশ সদস্য। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৫ জন। তবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য মারা যাননি।

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের বিশেষ যত্ন নিচ্ছেন নার্সরা। রোগীর স্বজনরা ডাকার সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন তারা। হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত পুলিশ সদস্যদের অধিকাংশই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন।


চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অক্টোবর মাসের শুরুর দিকে অনেকেই দেরি করে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু এখন জ্বর হওয়ার দু-একদিনের মধ্যেই অনেকে হাসপাতালে চলে আসছেন। ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার মতো রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

এদিকে ডেঙ্গুরোগীদের প্লাটিলেটের জন্য প্রতিদিনই কয়েক ব্যাগ রক্ত লাগছে। রোগীদের আত্মীয়-স্বজন ছাড়াও পুলিশ ব্লাড ব্যাংক থেকে এসব রক্ত সংগ্রহ করা হচ্ছে।
সূত্র-জাগো নিউজ