ম্যাচের আগে সাকিব আল হাসান বলেছিলেন, দক্ষিণ আফ্রিকাই চাপের মধ্যে আছে। কিন্তু বৃহস্পতিবার দেখা গেলো চাপে থাকা প্রোটিয়া দল বরং রানের রানের পাহাড়ে পিষ্ট করেছে বাংলাদেশকে। ২০৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে ১০১ রানে। তাতে ১০৪ রানে হারের লজ্জা পেতে হয়েছে। এভাবে অসহায় আত্মসমর্পণের পর অধিনায়ক সাকিব তুলনা করলেন বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে।
প্রথম ম্যাচে বাজেভাবে হারা অজিদের উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া এখানে বড় ব্যবধানে হেরেছে। টি-টোয়েন্টিতে এমনটা হয়। অস্বাভাবিক কিছু না। বরং খেলাটা রোমাঞ্চকর, চিত্তবিনোদনের। পাশাপাশি এরকম কঠিন ফলও আপনাকে হজম করতে জানতে হবে।’
টি-টোয়েন্টির মতো ফরম্যাটে ব্যাটারদের ভূমিকা যেখানে সবচেয়ে বেশি। সেখানে বাংলাদেশকে বার বার অসহায় আত্মসমর্পণই করতে দেখা গেছে। সাকিব অবশ্য এক্ষেত্রে নিজস্ব ফর্মূলা তুলে ধরেছেন, ‘প্রথম ১০ ওভারে যদি আমরা ভালো ব্যাট করি, উইকেট হাতে রাখি, তাহলে শেষদিকে ব্যাট করা সহজ হয়। আমি এখন পর্যন্ত বিশ্বকাপে সেটাই দেখছি। যে দলগুলো শেষ ১০ ওভারে উইকেট হাতে রাখছে, তারাই বড় রান করছে।’
এ দিন তিন ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছে বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে সাকিব তার বোলিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় না খুব বেশি খারাপ বোলিং করেছি। রাইলি রুশো ছাড়া আর কোনও ব্যাটার বাউন্ডারি মারতে পারেনি। রুশো আজ যেভাবে ব্যাটিং করেছে, আমার মনে হয় না একজন বোলারকে খেলতেও তার সমস্যা হয়েছে।’