Published : Thursday, 27 October, 2022 at 3:06 PM, Update: 27.10.2022 3:08:10 PM
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ব্যবহারকারীর সংখ্যা ২ বিলিয়ন। যা গত বছরের চেয়ে অনেক বেশি। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।
মেটা মালিকানাধীন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ২.৯৬ বিলিয়ন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রামের প্রতি ব্যবহারকারীদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে ফেসবুককেও ছাড়িয়ে যাওয়া সম্ভব।
আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে টেক জায়ান্ট মেটা এমন সময় তাদের ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশ্যে আনল, যখন শেয়ার বাজারে তাদের অবস্থা খুব নড়বড়ে।
একই সঙ্গে মেটা আরও জানায় হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও ২ বিলিয়নের কিছু বেশি। ফলে মেটা সমন্বিত ভাবে ৩.৭১ বিলিয়ন ব্যবহারকারীদের একটি পরিবার হিসেবে এখনো শীর্ষে রয়েছে।