ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় শিক্ষক দিবসে বর্ণিল আয়োজন
শিক্ষকদের সম্মানিত করলেন সহকর্মীরা
তানভীর দিপু:
Published : Thursday, 27 October, 2022 at 6:28 PM, Update: 27.10.2022 10:14:09 PM
শিক্ষকদের সম্মানিত করলেন সহকর্মীরাশিক্ষক দিবসে কুমিল্লার ১০ শিক্ষককে সম্মাননা জানালেন তাঁদেরই সহকর্মীরা। বৃহষ্পতিবার সকালে প্রথমবারের মত সরকারি ভাবে উদযাপিত শিক্ষক দিবসে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই শ্লোগানে এবার জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।  বর্নিল এই আয়োজনে অংশ নেন কুমিল্লার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, পুলিশ সুপার মোঃ আবদুল মান্নানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান।
শিক্ষকদের সম্মানিত করলেন সহকর্মীরা
শিক্ষায় বিশেষ অবদান এবং কৃতিত্ব রাখায় যে দশ জন শিক্ষককে ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয় তাঁরা হলেন- ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, প্রফেসর ড. এ কে এম আছাদুজ্জামান, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমান মজুমদার ফটিক, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাফেজ ভূঁঞা, সদর দক্ষিণের চাঁদপুর জনতা স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর পলাশ কান্তি মজুমদার, শহিদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেখা দত্ত, ফরিদা বিদ্যায়তনের সাবেক সহকারী প্রধান শিক্ষক অনিমা মজুমদার, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক প্রধান শিক্ষক মুহাদ্দিস কাজী মু. আবদুর রাজ্জাক, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফয়সল, ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী।শিক্ষকদের সম্মানিত করলেন সহকর্মীরা
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে নগর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রুদ্ধাঞ্জলি জানান শিক্ষকরা। 
শিক্ষক দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।  

পরে একটি বর্ণাঢ্য র ্যালী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ উচ্চ মাধ্যমিক শাখা থেকে শুরু হয়ে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। পরে র ্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার কলেজ মিলনায়তনে এসে শেষ হয়।