Published : Thursday, 27 October, 2022 at 7:47 PM, Update: 27.10.2022 8:21:37 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিআরটিসি বাস কাউন্টারের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে গাঁজাসহ মোঃ সেলিম মিয়া (৩৭) নামের ১জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, বুধবার গভীর রাতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।
আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার জয়নগর পশ্চিম পাড়া তারা পুস্কুরনী গ্রামের মৃত আঃ মমিন মিয়ার ছেলে।
এ ব্যপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।