ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম....আব্দুল মতিন খসরু
Published : Tuesday, 5 January, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ঃ- সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন, ১৯৫২ সনের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম ও অতুলনীয় ছিল। এছাড়া তিনি আরো বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুজ্জ্বল রাখতে ছাত্রলীগ ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এ সকল আন্দোলনের নেতৃত্বে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্রহণীয় ভূমিকা।
৪ জানুয়ারি সোমবার বিকালে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।
অতিথি ছিলেন ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মানিক, মোকাম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলী হায়দার, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খান হিমেল।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন ভূইয়া, যুব লীগ নেতা শামীমুল ইসলাম হাবিউল, জহিরুল ইসলাম, সেলিম হোসেন, মোবারক হোসেন, এম এ হান্নান রোকন, মনির হোসেন,আরিফুল হক রুবেল,, উপজেলা কৃষক লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক হাসানুল হক জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ লেনিন পিপঁ, সেক্রেটারির জাহিদ হাসান, নেতা জাকির হোসেন দেবপুর, জয় পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক হাসান আহাম্মাদ সুমন, নেতা যথাক্রমে কামরুজ্জামান হিরা, নাজমুল ইসলাম সাবিবর, রাহিম, শরীফুল ইসলাম, সাহাব উদ্দিন সোহাগ ভূইয়া, জোনায়েত, আলা উদ্দিন, হাবিব, আল আমিন, আরিফ, মিজান, ফয়েজ, রুবেল, মোজাম্মেল, শরীফ, জুয়েল, জাহিদ, রুবেল, ইকবাল, তুহিন, ইমন, ইসমাইল, হৃদয়, রাব্বি, কারুল হাসান সবুজ, জুয়েল রানা, সাব্বির, তোফায়েল, সিয়াম, সিফাত, শান্ত, শাহীন আলম, ফারুকুল আলম সুমন, ইমরান বাপ্পি, বিশাল, মিন্টু, কাউসার, ইমরান,পাবেল, সৈয়দ, রিপন প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বর্ণাঢ্য র্যালিতে অংশ গ্রহণ করেন।