ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্য মনোহরগঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ
Published : Tuesday, 5 January, 2021 at 12:00 AM
 আবুল কালাম আজাদ ঃ মনোহরগঞ্জ উপজেলার ১০নং নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল স্থানীয় নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় নাথেরপেটুয়া স্টাইলো ফ্যাশন ক্লাব ২-১ গেমের ব্যবধানে বিপুলাসার ইউশা ফাইজা ক্লাবকে পরাজিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন, নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ জাফর ইকবাল।
এতে সভাপতিত্ব করেন নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আবদুল মান্নান চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শেখ বাবুল, উপজেলা যুবলীগ নেতা আমির হোসেন, বিপুলাসার ইউনিয়ন আওয়ামলীগ নেতা নুরে আলম হিরন, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক রিপন, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল-মামুন সুমন, ছাত্রলীগ সভাপতি নওশাদ আলী প্রমুখ। উভয় দলের খেলোয়াড়রাই ঢাকার গুরুত্বপূর্ণ ক্লাবগুলোর খেলোয়াড় হওয়ায় উক্ত ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি পরিলক্ষিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা, শান্তি ও প্রগতিবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজকের আয়োজন তারই ধারাবাহিকতার প্রমাণ। তারা বলেন লাকসাম-মনোহরগঞ্জের অভিভাবক ও এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ছাত্রলীগের এ সকল আয়োজনকে সকল সময়ে সমর্থন ও সহযোগিতা করে থাকেন। কেননা ছাত্ররা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে থাকে। পরে তারা প্রতিযোগিতাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং আগামীদিনে এ ধরণের কর্মসূচির সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সমর্থন ও সহযোগিতা থাকবে।