তৃতীয় দিনের মতো শনাক্ত হাজারের নিচে
Published : Tuesday, 5 January, 2021 at 12:00 AM
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৯১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জন। সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রবিবার (৩ জানুয়ারি) শনাক্ত হয়েছিলেন ৮৩৫ জন এবং এর আগের দিন শনিবার (২ জানুয়ারি) শনাক্ত হয়েছিলেন ৬৮৪ জন। অর্থাৎ টানা তৃতীয় দিনের মতো আজ শনাক্ত এক হাজারের নিচে রয়েছে।
সোমবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৪ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭০১টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৬টি, এখন পর্যন্ত ৩২ লাখ ৭২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৫২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৮১৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮৩৫ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে রয়েছেন।
২৪ ঘণ্টায় ২৪ জনই হাসপাতালে মারা গেছেন।