Published : Tuesday, 5 January, 2021 at 12:00 AM, Update: 05.01.2021 12:32:53 AM
ফেরদৌস মাহমুদ মিঠু: কুমিল্লা সম্মিলিত হোমিওপ্যাথিক ডক্টরস্ ফোরাম কমিটির ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। রবিবার নগরীর লাকসাম রোড অস্থায়ী কার্যালয়ে ৬৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন হয়। কুমিল্লা সম্মিলিত হোমিওপ্যাথিক ডক্টরস্ ফোরাম কমিটির নগরীর লাকসাম রোড কুমিল্লা টাওয়ারের পাশে বিসমিল্লাহ হাউজ এর অমস্থায়ী কার্যালয়ে রোববার রাত ৯ টায় এউপলক্ষে এক সভা অনুষ্ঠানে এই কমিটি গঠিত হয়। ডাঃ এফ জামানের সভাপতি আয়োজিত সভায় ডক্টরস্ ফোরামের সকল সদস্যের উপস্থিতিতে এই কমিটি ঘোষনা করা হয়। এতে পুনরায় সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয় যথাক্রমে ডাঃ এফ জামান ও অধ্যাপক ডাঃ জালাল উদ্দিনকে। এছাড়াও সহসভাপতি পদে অধ্যক্ষ ডাঃ শামীশ হায়দার,ডাঃ মোঃ মনিরুল ইসলাম (ঝাউতলা) , ডাঃ ফখরুল ইসলাম,ডাঃ আবু তাহের,ডাঃ ইউনুছ সরকার ,ডাঃ আবদুল হালিম,ডাঃ তিমু বৈরাগী,ডাঃ কিরণ বৈদ্য ,ডাঃ মনিরুল ইসলাম ( কোম্পানীগঞ্জ),ডাঃ প্রদীপ কুমার দে ,ডাঃ রিনা চক্রবর্তী। যুগ্মসাধারন সম্পাদক পদে প্রভাষক মোঃ কাউসার আলী , ডাঃ মোঃ মহিন উদ্দিন মজুমদার ,ডাঃ বিষ্ণুপদ সরকার, ডাঃ হিমাংশু বিকাশ দাশ,ডাঃ মোঃ হুমায়ুন কবির, প্রভাষক ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ সৈয়দ মোঃ নিজাম উদ্দিন, ডাঃ দুলাল উদ্দিন, ডাঃ কাজী কাইয়ুম আল জাভেদ সোহেল,ডাঃ মোঃ রফিকুল ইসলাম,ডাঃ কাজী মোঃ শাহ নেওয়াজ,ডাঃ মোঃ শাহিন মিয়া (বুড়িচং),অর্থ সম্পাদক পদে ডাঃ ওবায়েদুল্লা মোঃ রিয়াদ মজুমদার,আইন বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ বেলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহিন সায়েম,সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ কাজী জাহিদ হাসান খান,প্রচার সম্পাদক প্রভাষক ডাঃ আবু সাঈম আনসারী,সহ-প্রচার সম্পাদক মোঃ রাহাত ,দপ্তর সম্পাদক ডাঃ জিয়াউল হক সুমন,চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আবদুর রশিদ,মহিলা সম্পাদিকা ডাঃ শিরিন সুলতানা,সহ মহিলা সম্পাদিকা ডাঃ নিশাত সুলতানা,প্রকাশনা বিষয়ক সম্পাদক ডাঃ মনিরুজ্জামান মার্শাল,সংস্কুতি বিষয়ক সম্পাদক ডাঃ রুমানা ইসলাম রুমি,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মাও.ডাঃ আরিফুল ইসলাম,আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডাঃ মাও.আব্দুল্লাহ শরীফ, সমাজকল্যান বিষয়ক সম্পাদক ডাঃ মাহমুদুল হাসান,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ তৌকির রশিদ (আশিক)। নির্বাহী সদস্য পদে ডাঃ আইয়ুব আলী, ডাঃ সোলেমান সরকার( হেলাল) ডাঃ মোশাররফ হোসাইনসহ ২৩ জনকে মনোনিত করা হয়।