ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মালয়েশিয়ায় বন্যা
Published : Saturday, 9 January, 2021 at 12:28 PM
মালয়েশিয়ায় বন্যামালয়েশিয়ায় বৃষ্টির পানিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পূর্ব উপকূল প্লাবিত হওয়ার ঘটনায় অন্তত ছয়জন মারা গেছেন এবং প্রায় ৫০ হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অর্ধ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা সেখানে ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলছে, উদ্ধারকাজ অব্যাহত আছে। এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ঘরবাড়ি ছেড়ে আসা মানুষের সংখ্যা ৪৭ হাজারের বেশি।

এদিকে কারখানার একজন শ্রমিক (৪৭ বছর বয়স) টান কং লেং বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমার বাড়ির ছাদে পানি উঠে গেছে।