ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মৃত ১৬ জনের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্ব
Published : Saturday, 9 January, 2021 at 12:00 AM, Update: 09.01.2021 1:11:50 AM
মৃত ১৬ জনের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্বদেশে করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন, তাদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্ব। করোনাতে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মারা গেছেন সাত হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন চার হাজার ২৩৫ জন, শতকরা হিসাবে যা ৫৪ দশমিক ৭৬ শতাংশ।
শুক্রবার (৮ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে। মোট মৃত্যুতে ষাটোর্ধ্বদের পর এক হাজার ৯৫৬ জন রয়েছেন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, শতকরা হিসাবে ২৫ দশমিক ২৯ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৯০২ জন, যা মোট মৃত্যুর ১১ দশমিক ৬৬ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ৩৮৫ জন, চার দশমিক ৯৮ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১৬১ জন, দুই দশমিক ০৮ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে আছে ৫৯ জন, শূন্য দশমিক ৭৬ শতাংশ আর ১০ বছরের মধ্যে আছে ৩৫ জন, যা শূন্য দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা যাওয়া সাত হাজার ৭৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন চার হাজার ২৬২ জন, মোট মৃত্যুর ৫৫ দশমিক ১১ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এক হাজার ৪২৮ জন, ১৮ দশমিক ৪৬ শতাংশ। রাজশাহী বিভাগে ৪৪৫ জন, পাঁচ দশমিক ৭৫ শতাংশ। খুলনা বিভাগে ৫৩৯ জন, ছয় দশমিক ৯৭ শতাংশ। বরিশাল বিভাগে ২৩৯ জন, তিন দশমিক ০৯ শতাংশ। সিলেট বিভাগে ২৯৪ জন, তিন দশমিক ৮০ শতাংশ। রংপুর বিভাগে ৩৫০ জন, চার দশমিক ৫৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১৭৭ জন যা কীনা দুই দশমিক ২৯ শতাংশ।