ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে চাই নিরাপদ খাদ্য’
Published : Friday, 8 January, 2021 at 12:00 AM, Update: 08.01.2021 12:51:29 AM
‘স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে চাই নিরাপদ খাদ্য’মাসুদ আলম।। ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করণে কুমিল্লায় ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সরকারী বিভিন্ন দফতর প্রধান, সাংবাদিক, ব্যবসায়ী, রেস্তোরা মালিক সমিতি ও চালকল মালিকদের উপস্থিতে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহবান জানিয়ে সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষের এখন খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু পর্যাপ্ত খাবারের পাশাপাশি খাবারের মান ও নিরাপত্তা নিয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে আরও এগিয়ে নিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। আমাদের উৎপাদিত খাদ্য যদি নিরাপদ হয়, তাহলে দেশের অভাব মিটিয়ে বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই জানিয়ে তিনি আরও বলেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমকে দেশের বিভিন্ন পর্যায়ে আরও বিস্তৃত করে সবার জন্য গুণগত মানের খাদ্য নিশ্চিত করতে চাই আমরা। কভিড-১৯ এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতের বিষিয়টি শিক্ষার্থীদের মাঝে প্রচার-প্রচারণামূলক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। করোনাকালিন সময় কাটিয়ে উঠতে পারলে আমার আবারও শিক্ষার্থীদের মাঝে প্রচার-প্রচারণামূলক কার্যক্রম শুরু করবো।
চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার বলেন, এনফোর্সমেন্টের মাধ্যমে জরিমানা করা আমাদের কাজ নয়; আমাদের লক্ষ্য হলো খাদ্যের নিরাপত্তা বজায় রাখা এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সবার জন্য নিরাপদ খাদ্যের মান বজায় রাখা। তিনি সবাইকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ মেনে চলার পরামর্শ প্রদান করেন।
এদিকে খাদ্যে ভেজাল এবং হাইওয়ের পাশে গড়ে উঠা হোটেলসহ কুমিল্লার প্রায় রেস্তোরাগুলোতে রান্না করা ভাতের চালগুলোও ধোয়া হচ্ছে না অভিযোগ তুলে নিরাপদ খাদ্য নিশ্চিতের বিষয়ে সেমিনারে বক্তব্য রাখেন দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। এসময় তিনি খাদ্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মনিটরিংয়ের পরামর্শ দেন। তার বক্তব্য সেমিনারে অন্যান্য বক্তারাও সমর্থন জানান।
মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের পর খাদ্য প্রয়োজন, যদি সেটি নিরাপদ খাদ্য হয় জানিয়ে সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর।  
জেলা প্রশাসকের সভাপতিত্বে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনারে আরও বক্তব্য রাখেন, কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্থ বিভাগের পরিচালক নূরে আলম সিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, কুমিল্লা কোতয়ালী মডেল থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, কুমিল্লা আইনজীবী সমিতি সভাপতি এড. আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লার সাপ্তাহিক সংবাদপত্র অভিবাদনের সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লার রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মজুমদার এবং স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান।
সেমিনারে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী, অধ্যক্ষ শান্তি রঞ্জন ভৌমিক, হাসান ইমাম মুজমদার ফটিক এবং খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন দফতর প্রধান, ব্যবসায়ী, রেস্তোরা মালিক ও ম্যানেজারবৃন্দ।