ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নতুন বছরের ৭ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত
Published : Friday, 8 January, 2021 at 12:00 AM, Update: 08.01.2021 12:50:09 AM
নতুন বছরের ৭ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। বুধবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন বছরের প্রথম সাত দিনের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যু। গত ৩ জানুয়ারি ছিল সর্বোচ্চ মৃত্যু ২৭ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭১৮ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৭ জন। এই বছরে প্রথম শনাক্ত সংখ্যা হাজার ছাড়ালো।  
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৩৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮১টি। এখন পর্যন্ত ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৬৬ জন, এখন পর্যন্ত ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন সুস্থ হয়েছেন।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৬৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৩৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৮৬৭ জন এবং নারী এক হাজার ৮৫১ জন মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন , ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে একজন, রংপুরে ২ জন ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন।