নিজস্ব প্রতিবেদক: গত ৫ বছরে বদলে গেছে কুমিল্লার দাউকান্দি পৌরসভার চিত্র। অবকাঠামোগত পরিবর্তন ছাড়াও কুমিল্লার প্রবেশদ্বার এই পৌরসভায় সামাজিক উন্নয়নেও এসেছে জোয়ার। ২০১৫ সালে কুমিল্লার সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবে দাউদকান্দিতে নাইম ইউসুফ শেইনের দায়িত্বভার নেয়ার পরই এই পরিবর্তন এসেছে বলে দাবি দাউদকান্দিবাসীর।
সরেজমিনে দাউদকান্দি পৌরসভা ঘুরে দেখা গেছে, পৌরসভার প্রধান সড়ক প্রশস্তকরণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ণ, ফুটপাত নির্মান, সড়কবাতি স্থাপন, আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়ণে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয়, শিক্ষা ও চিকিৎসায় সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলোতে আধুনিকায়নের স্বচ্ছ ছাপ পরেছে। এছাড়া অভ্যন্তরীণ পাড়া-মহল্লায় রাস্তা তৈরী ও পাকাকরণ, বর্জব্যবস্থাপনা উন্নয়ন,কবরস্থান উন্নয়ন মত দৃশ্যমান উন্নয়নও হয়েছে অনেক।
পৌরবাসী জানান, পৌরসভায় নতুন উন্নয়ন কাজের মধ্যে দাউদকান্দি বিশ্বরোড থেকে বাজার রোড, মাইজপাড়া দীঘির পাড়, তুজারভাঙ্গা পৌরসভা হাইস্কুল থেকে তালতলী রোড, উত্তর গাজীপুর রোড, দাউদকান্দি পশ্চিম মাইজপাড়া বলদাখাল ড্রেনেজ সিস্টেমসহ সড়ক বর্ধিত করণ, দৌলতপুরে বড় দুটি সেতুনির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে।
মেয়র নাইম ইউসুফ শেইন জানান, আমি মেয়র হবার পর থেকে চেষ্টা করেছি পৌরবাসীকে আধুনিকায়নের আওতায় আনতে। এপর্যন্ত পৌরবাসীর চাহিদার প্রায় ৯০ শতাংশ আমি পূরণ করতে সক্ষম হয়েছি। নতুন উন্নয়ণ কাজের পাশাপাশি পুরোনো বিভিন্ন স্থাপনা, সড়ক, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের চেষ্টা করছি। আশা করি পৌরবাসী আমার কাজে সš'ষ্ট।
জানা গেছে, করোনা মহামারি চলাকালীন সময়ে দাউদকান্দি পৌর মেয়রের উদ্যোগে ত্রান ও খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পৌরবাসীকে সচেতনতার পাশাপাশি হাতধোয়ার ও জীবানুমুক্তকরন সামগ্রী পৌছে দেয়া হয়েছে। এসময় মেয়রের উদ্যোগে কর্মহীন হতদরিদ্র মানুষকে সহযোগিতার প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে।
পৌরবাসীরা জানান, বর্তমান মেয়রের একান্ত প্রচেষ্টায় যেভাবে উন্নয়ণ কার্যক্রম এগিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়। এর মধ্যে পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি ও দাতা সংস্থার বরাদ্দকৃত অর্থ ও প্রকল্প জণগণের উন্নয়ণে একের পর এক বাস্তবায়ণ করা হচ্ছে। জানা গেছে, গত ৫ বছরে মেয়র শেইন শত কোটি টাকার উন্নয়ণ কাজ বাস্তবায়ন করেছেন। এছাড়া সামাজিক উন্নয়ণে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির , শ্মশান ও সাংস্কৃতিক সংগঠনেও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন দাউদকান্দির বর্তমান মেয়র।
মেয়র নাইম ইউসুফ শেইন তার যোগ্য নেতৃত্বে দাউদকান্দিতে আওয়ামীলীগের রাজনৈতিক সফলতার পরিচয় দিয়েছেন। দলীয় যে কোন কর্মকান্ডে তার সফল অংশগ্রহন আওমীলীগের কেন্দ্রিয় ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। অর্ধলক্ষ জনসংখ্যা অধ্যুষিত কুমিল্লার দাউদকান্দি পৌরসভাকে এগিয়ে নিতে দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত ইউসুফ জামিল বাবুর সন্তান মেয়র নাইম ইউসুফ শেইনকে পৌরবাসী জনগণের সেবক হিসেবেই কাছে পেয়েছেন বিগত সময়গুলোতে।