ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্রীড়া পল্লী ও ভূমিহীনদের ঘর নির্মাণ পরিদর্শনে জেলা প্রশাসক
Published : Wednesday, 6 January, 2021 at 12:00 AM, Update: 06.01.2021 12:39:14 AM
ক্রীড়া পল্লী ও ভূমিহীনদের ঘর নির্মাণ পরিদর্শনে জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার গোমতী নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লী ও আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কাজ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ক্রীড়া পল্লী ও ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।    
ভূমি ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন ও কুমিল্লা জলা এাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ ইউপি সদস্যবৃন্দ, উপকারভোগীগণ, এলাকাবাসী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে উপকারভোগী পরিবারদের মতামত নেয়া হয় এবং যথাসময়ে কাজ সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়।