ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর স্ত্রী নিহত, আহত ২
Published : Wednesday, 6 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল মঙ্গলবার (৫জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা মিরপুর সড়কে সিএনজি চালিত দুই অটোরিক্সার মুখমুখি সংঘর্ষে ফরিদা বেগম (২৮) নামের এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছে। এঘটনায় জোসনা বেগম ও নজির মিয়া নামের আরও ২ব্যাক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় লোকজন।
নিহত ফরিদা বেগম (২৮) ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের ৯নং ওয়ার্ডের ওমান প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী। সে সাদিয়া আক্তার (১৪), মরিয়াম আক্তার (৬) এবং ইয়াসিন আরাফত (১০) নামের ২মেয়ে ও ১ছেলে সন্তানের জননী।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী আহত জোসনা বেগম জানান, আমার চাচাত ভাই ওমান প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (২৮) ও তার ছোট বোনসহ আমরা মঙ্গলবার সকালে কুমিল্লা কোটবাড়ি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসে যাওয়ার উদ্যোশে প্রশিক্ষণ গ্রহন করতে যাই। দিনব্যাপী সেখানে প্রশিক্ষণ গ্রহন করে বাড়িতে যাওয়ার উদ্দোশ্যে কুমিল্লা শাসনগাছা বাস ষ্ট্যান্ড থেকে সিএনজি চালিত অটোরিক্সায় উঠি। আমাদের বহন করা অটোরিক্সটি ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা এলাকায় এলে অপর দিক থেকে আসা আরেকটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখমুখি সংঘর্ষ হয়। তখন আমি ও আমার ভাবি এবং একই উপজেলার দক্ষিণ চান্দলা দলগ্রাম এলাকার নজির মিয়া নামের এক বৃদ্ধা আহত হই। এসময় স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে স্থানীয় ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমার চাচাত ভাই ওমান প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (২৮) কে মৃত ঘোষনা করেন এবং আমাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই হাসপালে ভর্তি করেন।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে শোরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এছাড়াও সিএনজি চালিত অটোরিক্সা দুটি ঘটনাস্থলতে উদ্ধার করে ওই সড়কে যানবাহন চলাচল সাভবিক করে দেওয়া হয়েছে।