ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ৬টি ড্রেজার মেশিন ধ্বংস
Published : Wednesday, 6 January, 2021 at 12:00 AM, Update: 06.01.2021 12:38:50 AM
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ৬টি ড্রেজার মেশিন ধ্বংসইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪কিলোমিটার পাইপসহ ৫টি ড্রেজার মেশিন (মাটি খনন যন্ত্র) ধ্বংস করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল মঙ্গলবার (৫জানুয়ারি) ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী দিনব্যাপী এ অভিযানটি পরিচালনা করেন। এসময় তিনি, খাল ভরাটের অপরাধে এক ব্যাক্তিকে ১লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সহ একটি ড্রেজার মেশিন ও তার সাথে থাকা বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।
সরজমিনে ঘুরে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। এসময় তিনি ওই ইউনিয়নের বাড়ানী এলাকা থেকে ফসলি জমি খননের অপরাধে শিশন মিয়ার ২টি ড্রেজার মেশিনসহ একই এলাকা থেকে ৪টি ড্রেজার মেশিন ও তার সাথে থাকা অন্যান্য সরাঞ্জাম এবং পাইপ ধ্বংস করেন। পরে তিনি মাধব পুর এলাকায় চান্দিনা ইটের ভাটা সংলগ্ন এলাকা থেকে ১টি ড্রেজার মেশিন ও পাইপসহ অন্যান্য সরাঞ্জমসহ ধ্বংস করেছেন। এছাড়া একই ইউনিয়নের মকিমপুর এলাকা থেকে ফারুক মিয়ার ১টি ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে উপজেলা নিয়ে আসেন। পরে তিনি, মাধবপুর-মুরাদনগর সড়কের পাশে মাধবপুর বাজার এলাকায় সরকারি খাল ভরাটের অভিযোগে মোঃ হাসেম নামের এক ব্যাক্তিকে ১লক্ষ ১৫ হাজার টাকা জরিমান করে নগদ আদায় করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিনের বিরোদ্ধে মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ওই এলাকার বিভিন্ন মাঠে ফসলি জমি খনন করার অপরাধে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ এবং তার সাথে থাকা অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এছাড়াও একটি ড্রেজার মেশেন জব্দ করা হয়েছে এবং সরকারি খাল ভরাটের অপরাধে এক ব্যাক্তিকে ১লক্ষ ১৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এ অভিযান উপজেলা প্রতিটি এলাকায় অব্যাহত থাকবে।